২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

এক পশলা বৃষ্টি

-


এক পশলা বৃষ্টি
কয়েক ফোঁটা পানির সমাহার
ফেটে চৌচির মাঠের কাছে
কিংবা পিপাসার্ত পাখি
গাছ গাছালি
জমিতে ফসল বোনা কৃষক
অতি, অতি মূল্যবান
আমার হিসাব কষার সময় কই?
আমি শহুরে এক উদ্ভট মানব।

এই জলীয়বাষ্প
আকাশে ভেসে বেড়ানো মেঘমালা
উড়িয়ে নিয়ে পিপাসার্তের তৃষ্ণা নিবারণ
এক মহান রবের নিপুণ কারুকাজ।
প্রতিদিন দেখি ভাবনার উদ্রেক করে না
যে ভাবনা আমাকে নিয়ে যাবে মঞ্জিলে।

 


আরো সংবাদ



premium cement