১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আকাক্সক্ষার তীব্র মেঘমালা

-

আল মাহমুদকে নিবেদিত


আমি দুর্দান্ত ধূসর সমভূমিতে
মধ্যরাতে দ্রুত হেঁটে যেতে যেতে
একটি ছায়ার সামনে দাঁড়িয়েছি।
তোমার পায়ের চিহ্ন, সফেদ চেহারা
আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি!
তোমার দর্শনে কারা যেন দাঁড়িয়ে আছে
যেখানে পুরুষ এবং মহিলারাও ছিল
কোথায় চলে গেল, তোমাকে দেখেনি?

তোমার কবিতার সুকণ্ঠ উচ্চারণে
আমার হৃদয় আনন্দে ভরে উঠল।
ভালোবাসার পরিপূর্ণতায় যেন আবদ্ধ
উল্লাসে ঝলমলে তারকার তরঙ্গগুলো
এই মহিমাময় পৃথিবী ও মঙ্গলগ্রহ।
তুমি বলেছ, চাঁদের মাঝখানে চিত্র আছে
বাংলার স্বাধীনতার পতাকার বৃত্তের মতো।

সবুজ গাছের পর মনোরম চারণভূমি
পাহাড়ের গায়ে ঝলমলে চাঁদের আলো
অভ্যন্তরীণ চোখে এক ঝলক দেখা হলো!
আমার জন্য এটাই নির্জনতার আনন্দ
আল মাহমুদ, আকাক্সক্ষার তীব্র হে মেঘমালা!

 


আরো সংবাদ



premium cement