১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

স্তাবকতার বিপক্ষে

-


আলোকোজ্জ্বল রাত্তিরে সুরের লহরী যেন শৃঙ্খলিত গান
প্রণয়ালিঙ্গন সৌজন্য চুম্বন-সম্ভাষণ হয় অভিমান
ঈর্ষান্বিত প্রতিপক্ষ পথে পথে কলঙ্ক রটায়
কবিতা তথাপি অকূল সমুদ্রে একা সাঁতরায়;
বিনিদ্র রাতের নিঃসঙ্গতা কবিতার গলা টিপে দিতে চায়
অলক্ষ্যে কখন স্বপ্নেরা শিকল হয়ে ওঠে পায়।
সাকির পানপাত্র ভরা যাদু ভোরের সাম্পান ডাকে
কাব্যকলার মাধুরী নিয়ে চন্দ্র লুকায় মেঘের ফাঁকে,
মায়াহাসি ছড়িয়ে ভ্রান্তিবিলাস চায় কাব্যের গলায় ফাঁস
তবু সর্বস্ব হারিয়ে কবিতার সাথে বসবাস।
অন্ধকারে দ্যুতি হয়ে কবিতা লুকায় গভীর অতল জলে
মুক্তির আকাক্সক্ষা মূর্ত হয় কাব্যে অলীক কৌশলে।

স্বপ্নের নিপুণ কারিগর কবি নির্বিরোধ আঁধারের পথ
মিথ্যার দেয়াল ভেঙে সমুখে এগিয়ে যায় কবিতার রথ
নিজস্ব ধ্যানের জলে ডুবে কবি তুলে আনে স্বপ্নের বৈভব
স্মৃতি রোমন্থন করে খুঁজে আনে হারানো শৈশব
প্রতারক স্তাবকতা সরিয়ে কবিকে রাতে একা হতে দাও
জাগতিক সুখাঁচল তলে সুখী চন্দ্র তুমি নিভৃতে ঘুমাও।


আরো সংবাদ



premium cement