১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

একমুখী চলাচল

-

জনারণ্যের যাপিত জীবনের সমাপনী পথে
অতিশয় কোলাহল
একমুখী চলাচল;
সামনে-পিছনে, ডানে-বাঁয়ে মানুষের ঢল
ছুটছে অবিরাম অতীন্দ্রিয় অদৈন্য সম্পাতে।

কারো হাত ভরা কারো হাত খালি,
পেছনে বিত্তের বাহার, সামনে অন্ধকার।
ইচ্ছার বিরুদ্ধে মধ্যাকর্ষণ শক্তিকে ঠেলে-
সে কোন টানে সম্মুখে অনন্তের পথে চলি?

পড়ে থাকে পেছনে গাড়ি-বাড়ি, সম্পদ,
বিত্তের পাহাড়, টাকার চটক, রাজার প্রাসাদ;
জাত্যাভিমান, লালসা, অহঙ্কার, লোভ, মাৎসর্য।
গন্তব্য পথে শূন্য দুটি হাত, ইচ্ছের অপমৃত্যু,
পারের পারানি নেই; পথ শেষে অন্ধকূপ।


আরো সংবাদ



premium cement