২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ডেভিড পিসের ট্রিলজির শেষ খণ্ড ‘টোকিও রিডাক্স’

-

সাহিত্য আর ইতিহাস প্রায়ই হাত ধরাধরি করে চলে। গল্প বা উপন্যাস ফেব্রিকেটেড কাহিনীর ওপরও গড়ে উঠতে পারে। তবে কেউ আছেন ইতিহাসের সাথে কল্পনার মিশেল দিয়ে গল্প বোনেন। ব্রিটিশ লেখক ডেভিড পিস তার দু’টি উপন্যাস লিখেছেন ইতিহাসের ঘটনার ওপর ভিত্তি করে। এবার লিখেছেন এই ট্রিলজির তৃতীয় উপন্যাস ‘টোকিও রিডাক্স’। ডেভিডের জন্ম ১৯৬৭ সালে ইয়র্কশায়ারে। ডজনাধিক উপন্যাস তার। পাঠকপ্রিয়তা ও পুরস্কার দুটোই পেয়েছেন। উপন্যাস লেখার জন্য কয়েক বছর জাপানে থেকেছেন। নাম থেকেই বোঝা যাচ্ছে নতুন বইটি জাপানের কাহিনী। জাপানের এক বড় রেল কর্মকর্তার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে। কথা সাহিত্যে রহস্য আর মৃত্যু দু’টি বড় উপাদান। বর্তমানে উপন্যাসের বিষয়বস্তুতে ক্রাইম আর সেক্স চলে এসেছে ব্যাপকভাবে। ক্রাইমথ্রিলার বহু দেশেই বেস্ট সেলার। ডেভিডের নতুন বইটি সেই ধরনের একটি কাহিনীরই তৃতীয় পর্ব। এই ত্রয়ী উপন্যাসের বাকি দুটো হচ্ছে ‘টোকিও ইয়ার জিরো’ (২০০৭) ও ‘অকুপাইড সিটি’ (২০০৯)। সমালোকেরা বলছেন, ডেভিডের এই ট্রিলজিতে ডিটেকটিভ, পলিটিশিয়ান, গ্যাংস্টার এবং গেইশাদের (জাপানি বারবনিতা) কাহিনী উঠে এসেছে, তাই উপাদেয় বটে। অতীতের ভায়োলেন্সকে এখানে বর্তমানের সাথে মিলিয়ে দেয়া হয়েছে। জাপানের ন্যাশনাল রেলওয়ের প্রথম প্রধান শিমোইয়ামা সাদানোরি এই কাহিনীর মূলে। ১৯৪৯ সালে একটি রেল ইঞ্জিনে তার লাশ পাওয়া যায়। সেই থেকে রহস্যের শুরু। ১৯৪৯ সালে মার্কিন দখলদারি আমল, ১৯৬৪ সালে অলিম্পিকের আয়োজন ও দ্বিতীয় বিশ^যুদ্ধকালে জাপানি সম্রাট হিরোহিতো (শোয়া নামে পরিচিত), যিনি ১৯৮৯ সালে মারা যানÑ এই তিন সময়ের ঘটনাকে একই সুতায় বেঁধেছেন ডেভিড। আগের দুটো উপন্যাসে আণবিক বোমায় জাপানে ধ্বংসের চিত্র, গণহত্যা ও সেক্সুয়াল স্লেভারির চিত্র উঠে এসেছে। ‘টোকিও ইয়ার জিরো’তে আছে দ্বিতীয় বিশ^যুদ্ধে জাপানের পরাজয় ও মার্কিন সেনাদের দখলদারির সময়কালে সিরিয়াল কিলার ইয়োশিও কোদাইরার সত্য ঘটনার বিবরণ আর ‘অকুপাইড সিটি’তে নানা ক্রাইম কাহিনীর সমাহার। এ মাসে প্রকাশিত ‘টোকিও রিডাক্স’ আগেরগুলোর মতো পাঠকপ্রিয় হবে বলে আশা প্রকাশনা সংস্থা ফেবারের।

 


আরো সংবাদ



premium cement
ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন

সকল