১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অন্য এক ভুবন

-

তন্ময় হয়ে ভাবছো কী!
জগৎ সংসার নিয়ে,
সুখ পেলবতায় রচিত হোক
মানব প্রেম!
তাই নয় কি?
না, সহজে এমনটি হয় না।
ক্রদ্ধ বিলাস লেলিহান
শিখার ন্যায় জ্বালিয়ে
পুড়িয়ে ছারখার করে
অন্তর দহনে;
সে এক অন্য ভুবন
পায় না সেথা কোন সুখ
কোন অভিলাষ জীবনের
প্রহসনের অন্ধ ছায়া
ঘিরে আছে চারিদিক।
প্রগলভতার নানা আকুতি
মুখ থুবড়ে পড়ে আছে ভুল পথে,
আগ্রাসী বিবরে বিলীন হয়ে যায়
চাওয়া পাওয়ার সমস্ত আকাক্সক্ষা।
তখন মনে হয়, এ কোন
অজানা পৃথিবী! আমায় দেখে না
হতাশা আর জীবনযুদ্ধে
পরাজিত সৈনিকের মত নৃশংসভাবে
হত্যা করল মর্ত্য সুখের সকল বিলাস;
বাসনা ও আনন্দঘন প্রিয়ার ভালোবাসাতে।


আরো সংবাদ



premium cement