২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বটের ছায়া

-

বটের ছায়ায় ক্লান্ত পথিক যেমনি বসে ক্ষণ,
তেমনি আছি বসে প্রভু অচিন প্রেমের পণ।
শুকতারা মোর হারিয়ে গেছে হারিয়ে গেছে মন,
মনের মাঝে লুকিয়ে ছিল বিশাল গহিন বন।
আঁধার নেমে আসছে গাঁয়ে
আসছ কে গো মৃদু পায়ে?
আর হারাবার নেই যে মানিক নেই যে কোনো ধন,
শুকতারাটি মেঘের আড়াল পাগল তপোবন।
রুমাল হাতে ফেরেস্তাটা এগিয়ে এসে কয়,
প্রাণটা তোমার নিতে এলাম ভয় করো না ভয়!
বটের ছায়ায় লুটিয়ে কবি
তুলছে লোকে লাশের ছবি
এই পৃথিবীর সকল মায়া শূন্যে পড়ে রয়
কে সাজালে এমন বাগান কেন প্রেমের লয়?
বোনের দেওয়া রাখি আমার লাশের সাথেই রয়।
কষ্টে বাঁধা ঘরখানি মোর শূন্য পড়ে রয়।
বটের ছায়ায় লাশের খবর
কৃষক এসে দিচ্ছে কবর
স্মৃতির পাতায় কাব্য গুলি মাতম করে কয়
বটতলাতে কেউ এসো না কেউ বেঁধো না ঘর,
এই পৃথিবীর চারিদিকে সবাই সবার পর।
তবু মানুষ খুন করে যায় বাঁধবে বলে ঘর।

 


আরো সংবাদ



premium cement