২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বৃষ্টি নূপুর

-


বৈদ্যুতিক এসি ঘরের চাল।
কবুতরের চিকন পায়ের নৃত্য তাল,
তাই দেখে বৃষ্টি নিলো আড়ি
বলে কি-না আসবে আমার বাড়ি--

কাল সারারাত অভিমানে সারা।
সকাল হতেই বহে অশ্রুধারা।
ঝরোঝরো ঝরছে নৃত্যগীত।
কবুতরের পায়ে ছিল -এই সঙ্গীত--

সঙ্গী পাখিরা কোথায় লুকালো?
মেঘরং আঁধার যখন নামল?
ঘরবাড়ি সুরে সুরে ঝংকারে
জানালা কপাট মৃদু কম্পনে নড়ে--

মন কার উদাসী বাউল পাখা মেলে?
ঘর করে পর বৃষ্টির নূপুর তোলে
ছুটে অবিরাম পাহাড় নদী জল
বৃক্ষ বন আকাশ পাতাল সমতল—

 


আরো সংবাদ



premium cement