১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শোকশব্দ

-


অনুভূতির আগুনে লিখতে গিয়ে
একটি আগুন পৃষ্ঠা
আমার মা পঞ্চাশ বছর নিভে ছিলেন
সূর্যাস্ত হয়ে।

বেদনা নামক এক বিন্দুর উপর
গড়িয়ে পড়েছিল
আত্মার উপন্যাস হয়ে বসে থাকা কালো পাখি।

যুদ্ধ এবং প্রকৃত যুদ্ধের জন্যই
তিনি আঁচলে বেঁধে ছিলেন
অশ্রু অক্ষরে বয়ে যাওয়া নদী ও জল।

সর্বশেষ তিনি উচ্চারণ করেছিলেন
পৃথিবীর আদলে লেখা দুটি বিপরীত নাম
ও সোনার অক্ষরে লেখা দীর্ঘতম শোকশব্দ।

 


আরো সংবাদ



premium cement