২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বস্ত্রবাদ

-

খুলতে খুলতে কত আর খুলবে পোশাক, মেয়ে?
যায় যে উন্মুক্ত হয়ে পলি পড়া যমুনার চর!
ক্ষুধার্ত কুকুরগুলো কি-রকম আছে চেয়ে চেয়েÑ
হারিয়ে সোনালি হায়া আর কত হবে দিগম্বর?
তোমার আকাশ গেছে কুয়াশার মেঘে মেঘে ছেয়েÑ
কোন্ ইবলিস বলো করেছে তোমার ’পরে ভর,
ফেললে এভাবে তাই সমুদয় চক্ষুলজ্জা খেয়ে?
শকুনের মতো আজ মাংসাশী তোমার অন্তর।

আমরা নগ্নতা থেকে আসিনি কি ফিরে সভ্যতায়,
মহামূল্য মসলিনে দি নি ঢেকে তোমার শরীর?
খোসার মধ্যেই কলা শান্তি ও সৌন্দর্য খুঁজে পায়,
ডাবের ভিতরে পানি হয়ে যায় বেহেস্তের ক্ষীর।
ফিরে আসো বস্ত্রে, ঘন পল্লবের শীতল ছায়ায়,
ওঁৎ পেতে আছে বাঘ, তাক করা ঘাতকের তীর!

 


আরো সংবাদ



premium cement