২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এই ফাগুনে মন বাগানে

-

আজ ফাগুনের দিনে তোমার বাগানে কতটা ফুটেছে ফুল?
লাল,নীল, সবুজ, হলুদ,আছে কি বেগুনি?
গোলাপ, গাঁদা, জবা, হাসনাহেনা, বেলি
ফুটেছে কি শিমুল পলাশ সুগন্ধি জুঁই চামেলি?
বলো না কতটা ফুটেছে মন বাগানে প্রেমের কলি?

আজ ফাগুনের দিনে হলুদের পিছে কতটা ছুটেছো ভালোবেসে?
কতটা আপন করে নিয়েছো কাছে টেনে?
কতটা আগুন জ্বেলেছো নীরবে মনে মনে?
কতটা রঙ মেখেছো দুচোখের তারায় চঞ্চলতায়?
কতটা নিজেকে হারিয়ে ফেলেছো ফাগুনের ধারায়?

আজ ফাগুনের দিনে মন বাগানে কেমন কেমন হাওয়া
খুশির তালে মেঘেদের সাথে দূরে ভেসে চলে যাওয়া
লাজুক চোখের দুষ্টু ভাষায় মিষ্টি কথা লেখা
মন বাগানে তুলতুলে সব আদরের যত রেখা!
প্রমত্ত মন মেখম খুলেছে ময়ূরের মত করে
বাহারি ফুলের সৌরভ দ্যাখো চারদিকে ঝরে পড়ে,
দলে দলে প্রেম বাসা বেঁধেছে মনের গোপন তলে
চকচক করে ভালোবাসা জাগে ভোরের শিশির জলে।
এই ফাগুনে মন বাগানে কতটা ফুটেছে ফুল?
কতটা নিরেট ভালোবেসেছো ফাগুনকে বিলকুল?


আরো সংবাদ



premium cement