২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কথা ছিল

-

আসবে তুমি কথা ছিল ফুটলে শিমুল ফুল
পলাশফুলে খোঁপা বেঁধে পরবে কানে দুল,
কৃষ্ণচূড়ার ডালে ডালে ঝরছে আগুন রূপ
তবু তুমি কেমন করে থাকতে পারলে চুপ?

কথা ছিল ভালোবাসায় রাখবে হাতে হাত
ফুলের মুকুট পরে তুমি করবে মোলাকাত,
সেই কথাটা ভুলছ দেদার, বসন্তও শেষ
কার হাতে যে হাতটা রেখে হলে নিরুদ্দেশ?

কথা ছিল দখিন হাওয়ায় মন বিলাবে মন
হৃদের সাথে হৃদ মিলিয়ে থাকবে সারাক্ষণ,
সেটাও আজ অতীত হলো নেই যে কথার মিল
বসন্তও ছুঁইলো না যে তোমার পাষাণ দিল।

ফুলের পাপড়ি মলিন হলে আসো যদি ফের
গুনবে হয়তো দেরি করার ভুল মাশুলের জের,
দেখবে তখন ভেঙে গেছে এই জীবনের কূল
বুঝবে সেদিন জিদটা তোমার ছিল ভীষণ ভুল।

খুঁজবে হয়ত তেপান্তরে, ফেলবে আঁখিজল
ঠিক তখন-ই মাটি চাপা আমার কোলাহল,
বাজবে না আর কোনকালে আকুতিময় গান
হয়তো তোমার চাওয়া ছিল এমন সমাধান ॥


আরো সংবাদ



premium cement