২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জামালের ২য় চট্ট: আবাহনী ও সাইফের প্রথম  জয়

চট্টগ্রাম আবাহনী ১: ০ আরামবাগ; মোহামেডান ১:২ সাইফ স্পোর্টিং; মুক্তিযোদ্ধা  ১ : ২ শেখ জামাল
-


এক দিনে তিন ম্যাচ। এতে টানা দ্বিতীয় জয় পেয়েছে লে: শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল ফেডারেশন কাপ রানার্সআপ সাইফ স্পোর্টিং এবং চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ মোহামেডানের। অন্য দিকে শেখ জামালের বিপক্ষে হার দিয়ে লিগ শুরু করল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

গতকাল কুমিল্লার ধীরেন্দ্র নাথ স্টেডিয়ামে হোম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লি: ১-২ গোলে হেরেছে সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে। এই ম্যাচে প্রথমার্ধেই  ২ গোলে লিড নেয় পল পুটের দল। ৪৪ মিনিটে আরিফুর রহমানের শটে দলটির এগিয়ে যাওয়া। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুণ হয় নাইজেরিয়ান জন ওকোলির গোলে। ৬০ মিনিটে মোহামেডান হয়ে ব্যবধান কমান জাপানি অধিনায়ক উরু নাগাতা। পাসটি দেন হাবিবুর রহমান সোহাগ।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১০ মিনিটে আরামবাগের নাইজেরিয়ান স্ট্রাইকার ক্রিস্টোফার চিজোবার শট গোলরক্ষক নাঈমের হাতে লেগে ক্রসবারে প্রতিহত হয়। ২৬ মিনিটে  চট্টগ্রাম আবাহনীর  রাকিবের ফ্লিক আরামবাগের ক্রসবারে আঘাত হানে। অবশ্য ৩০ মিনিটেই এই ম্যাচের প্রথম গোল। নাইজেরিয়ান ম্যাথু চিনেডোর ছোট ক্রসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন উরু দিয়ে বল নামিয়ে এরপর ডান পায়ের ভলিতে পরাস্ত করেন গোলরক্ষক আবুল কাশেম মিলনকে।

 


আরো সংবাদ



premium cement