২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বসাহিত্যের টুকিটাকি

-

সিঙ্গাপুর সাহিত্য উৎসবে আলোর মেলা
করোনায় বিশ^ যখন প্রায় থমকে গেছে সেই কঠিন সময়েও সাফল্যজনকভাবে হয়ে গেল সিঙ্গাপুর সাহিত্য উৎসব। আর এ উৎসবে যোগ দেন বিশে^র সেরা কয়েকজন লেখক-লেখিকা। এমন সময়ে এই উৎসবের আয়োজন করা হয় যখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া মানে গ্লোবাল ট্র্যাভেল একটি কঠিন কাজ। তাই সবাই যোগ দেন ভার্চুয়ালি। এ বছর ছিল ২৩তম উৎসব। যা অনুষ্ঠিত হয় ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত। এবারের উৎসবের থিম ছিলÑ ‘ইন্টিমেসি’ বা আন্তরিকতা। কর্তৃপক্ষ সাহিত্যের প্রতি আন্তরিক না হলে কোভিড প্যানডেমিকের এই কঠিন সময়ে এই উৎসবের আয়োজন করতে পারতেন না। উৎসবে যোগ দেন ‘দ্য হ্যান্ডমেইড টেইল’-এর লেখিকা মার্গারেট অ্যাটউড, ‘দ্য শক ডকট্রিন‘-এর লেখিকা নাওমি ক্লেইন, ‘মাউস’ এক লেখক আর্ট স্পিজেলম্যান, ‘হোয়াইট টিথ’-এর লেখিকা জেডি স্মিথ, ‘থ্রি বডি প্রব্লেম’-এর লেখক লিউ সিক্সিন প্রমুখ। এ উৎসব যেন এক আলোর মেলা, কেননা, এরা সবাই আলোকিত লেখক-লেখিকা। এর মধ্যে মার্গারেট অ্যাটউড তার ওই বইটি ছাড়াও আরো কয়েকটি বইয়ের জন্য নাম করেছেন। অন্যান্যরা নিজ নিজ ক্ষেত্রে নামকরা লেখক-লেখিকা। এ ছাড়া হোম কান্ট্রি সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার লেখক-লেখিকারাও উৎসবে যোগ দেন।


আরো সংবাদ



premium cement