২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নদীর কোনো অভিমান নেই

-


নদীর ভাষায় কোনো অভিমান নেই
বর্ষাহীন শীর্ণ নদী জলহারা হয়েও
কী দারুণ স্রোতে বয়ে চলে সীমাহীন পথ
মাটি পাথরের বুক শীতল রাখে বিনা অভিযোগে

নদীর হৃদয় বড় বিশাল অতুল সাহস ভীষণ
একাকিত্ব তারে গ্রাসে না কখনো
বালিহাঁস পেয়ে গেলে কথা বলে কিছুক্ষণ
বাড়ির বধূরা এলে বিছিয়ে দেয় নিজের শরীর

আমিও নদীতে যাই নদীর মতোন হতে
যেখানে নদীরা হাসে কিলবিল স্রোতের ভাষায়
আমি কেন নিশিদিন কাঁদি অবিকল সঙ্ঘাতে?
ধ্রুপদী ধৈর্যের পাঠে হয়ে যাই বেসামাল রুদ্রবীণা
পারি না সঙ্গমে যেতে-
সাগরের বুকে এক একটা নদীর মতোন।


আরো সংবাদ



premium cement