২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রুপোর নেকাব

-


ইন্দ্রপুরী টেনে দেয় কুহেলির রুপোর নেকাব
পৌষ-মাঘ কন্যাদ্বয় এসেছে চিরায়ত বাংলায়
হিমেলে নীহারে ছিল এতকাল কাঞ্চনজঙ্ঘায়
টলোমলো কচি ঘাস পিয়ে পিয়ে শিশির শরাব।

ব্যথাতুর ঝরা পাতা তবুও যে হাসে ক্যামেলিয়া
রাঙাধান আমনের মৌয়াল গন্ধ ভাসে বাতাসে
রোদেরা ঘুমিয়ে আছে ভোর ভুলে তন্দ্রালু আকাশে
মুখরিত কলতানে সাইবেরিয়ান পড়শিয়া।

ঈশানে তুষার ধারা শির শিরিয়ে আসছে ধেয়ে
ধূসর শীতল মেঘে ডানা ঝাপটে মৌন ঈগল
রজনী পোহায় নাকো চ্যুত পত্রে কমে দিবা আয়ু
এখনো ভেজা উঠোন সোনালি আভার পানে চেয়ে।
প্রিয়ার উষ্ণ চাদর সিক্ত হৃদয়ে ওমের বায়ু
বাষ্পিত জলকণায় স্নাত হয় কুমারি ফসল।

 


আরো সংবাদ



premium cement