২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

লজ্জাবতী

-


আমারও পরিণতি ফনিমনসার মতোÑ
পাতা পাওয়ার পূর্বেই বায়ু শেষ!
বৃদ্ধি তো হলোই না,
আফ্রিকার ভেলভিশিয়াই রয়ে গেলাম।

পাথরকুচির স্বভাব পেলে
আবার অঙ্কুর দিতাম পাতা থেকে।
ক্লোরোফিল সবুজ করেছিল,
শীতে গেল পাতা ঝরে।

এখন হয়ে গেছি ক্যানারির লরেল;
অশ্রু বর্ষণ করি বৃষ্টির মতোÑ
বালিশ ভিজে নিচের কাঠামো পচে।

কেউ জানে না,
আমি হাতের ছোঁয়ায় নুইয়ে পড়া
লজ্জাবতী!


আরো সংবাদ



premium cement