১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এই পৃথিবী

-

কালো দীঘির মতো ঘোরলাগা রাত
যখন আলগোছে শেষ হলো
এই পৃথিবীর চেহারা ফুটে উঠল
মেলে ধরা চকচকে আয়নায়,
কোথাও প্রকৃতির অধরা সৌন্দর্য,
কোথাও নিষ্ঠুরতার চৌরাস্তা,
এক চিলতে আকাক্সিক্ষত জ্বলজ্বলে সুখ
মন খারাপের এক আকাশ অসুখ,
এক পাতা বুকভরা চাওয়া
এক পাণ্ডুলিপি না পাওয়ার দীর্ঘশ্বাস!
সুখ-অসুখের বিবাদে, দ্বন্দ্বে
চুপসে যায় বিকেলের মায়াবতী রূপ
ভেজা কাকের মতো।


আরো সংবাদ



premium cement