১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সবুজ ঘাসের বুক

-

ঘাসের সবুজ বুকে যৌবনের রঙ লেগে আছে।
কুমারী কন্যার মতো কী নিপুণ মোহনীয় মুখ
আমার সত্তায় আজ জেগে আছে সেই ছোঁয়াসুখ,
যৌবনের স্বপ্নগুলো সংগোপনে হৃদয়ের কাছে।

সকল আলোর নিচে শিশিরেরা দেখো ওই হাসে
নৈসর্গিক সে হাসিতে টলমল হীরকের চোখ,
এতদিন দেখি নাই তাই মনে মেঘেদের শোক
যৌবনের জলছোঁয়া মনে হয় এই স্মৃতিবাসে।

ঘাসের সবুজ বুকে ... শিশিরের মায়াবতী ছোঁয়া,
শীতের সকাল যেন মোড়া এক কোমল চাদরে,
দোলা দেয় চুপিসারে এই মনে তরল আদরে,
শৈশব দিনের মতো কোলাহল কুয়াশায় ধোঁয়া।

ঘাসবুকে কত কথা স্মৃতি হয়। বেদনায় কাঁদে
তুমি আমি একাকার; পড়ি বাঁধা প্রণয়ের ফাঁদে।


আরো সংবাদ



premium cement