১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

লেখালেখি শুরুর গল্প

-

লেখালেখিতে আসার গল্প হয়তো প্রত্যেকেরই ভিন্ন রকম হয়। আমার গল্পটিও অন্য রকম। আমি নেশা কিংবা শখের বলে লেখালেখিতে আসিনি। আসিনি শুধু নাম কুড়ানোর শখে। কবি হওয়ার বাসনা ছিল ছোটবেলা থেকেই। ছিল কবিতার স্বপ্ন। সে স্বপ্ন ও বাসনা থেকেই আজকের এ অবস্থানে আসা। বলা চলে এটা আমার কাছে যেমন পেশা একইভাবে আমার মনের খোরাক। মানুষের, মাটি ও দেশের কথা বলতে লেখালেখির কোনো বিকল্প আমার কাছে নেই। ছিল না। সে জন্য আজো লেখালেখি করে যাচ্ছি।
প্রতিটি লেখকের একটি শুরু থাকে। শুরুর লেখাটি লেখকের মনে জেগে থাকে। যথানিয়মে থাকে প্রথম লেখা প্রকাশের ক্ষণ। আমার জীবনের প্রথম লেখা প্রকাশ হয় ১৯৫৫ সালে। আমাদের টাঙ্গাইল থেকে প্রকাশিত একটি স্কুল ম্যাগাজিনে। কবিতা প্রকাশের পর আমার মনে যে খুব আনন্দ দিয়েছে বিষয়টি এমন ছিল না। কেননা আমি লেখালেখিই করব সে জন্য আমার মাথায় এটি কাজ করত যে, আমার লেখা তো প্রকাশ হবেই। আমার প্রথম কবিতার বই প্রকাশ হয় আশির দশকে। বইটি প্রকাশ করতে আমার খুব একটা কষ্ট হয়নি। স্বাভাবিকভাবেই প্রকাশক নিজ দায়িত্বে কবিতার বই প্রকাশ করে দেন। তার পর নিয়মিত বই প্রকাশ হতে থাকে। এখনো আমি লেখালেখির চেষ্টা করি। বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিন ও বর্ষপঞ্জিতে আমার লেখা প্রকাশিত হয়। ছোটবেলা থেকে লক্ষ্য ছিল লেখালেখি করব। জীবনের এ অবস্থায় এসেও তা করছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি লেখালেখি করব।
অনুলিখন : হাসান সাইদুল


আরো সংবাদ



premium cement