২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ফররুখ আহমদ

-

উত্তাল সে এক ঢেউ, তুলে যে নদীর স্তব্ধ বুকে
হাওয়ার ঘূর্ণিঝড় তুলে যায় প্রাণকেন্দ্রে তার,
তরঙ্গায়িত সুরে সুরে যে জাগায় সমুদ্র কিনার
স্বপ্নদ্রষ্টা প্রাণ যার ... ছুটে যায় সবার সম্মুখে

তুমি সে রেনেসাঁ কবি, ঘুমন্ত প্রাণের দুই চোখে
জাগিয়েছ রাত্রিদিন উত্তাল তুফান চেতনার;
যে তুফানে নেমেছিল কূলপ্লাবী নদীর জোয়ার
দোলায়িত ঢেউ তুলে গতিমান বিদ্যুৎ ঝলকে।

গাঢ় এই অন্ধকার দীর্ণ করে তাই জেগে আছে
তোমার মহৎ কর্ম ... কালান্তর কাব্যের দুয়ারে
অথবা নীলাভ সেই অন্তহীন সমুদ্রে, আকাশে।

এখনো সে-কবিতা ঝড় তুলে অরণ্যে, পাহাড়ে,
তৃষাতপ্ত এই প্রাণে; ... সময়ের ক্লান্ত দীর্ঘশ্বাসে
যেমন এ-প্রাণ শোনে সচ্ছল সঙ্গীত বারেবারে।


আরো সংবাদ



premium cement