২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চালক

-

তারা ছাতা ধরে
চাইল ঠেকিয়ে দিতে
বৃষ্টির পতন;
তবু সে পতিত হলো
পৃথিবীর ’পর,
ডুবাল পুকুর,
কর্দমাক্ত করল জমিন।

সুউচ্চ দেয়াল তুলে
তারা ঠেকাতে চাইল
ঝড়ের গতিকে;
তবু ঝড় এলো,
উড়ালো টিনের চাল
আর ঝাঁকা দিয়ে ফেলে দিলো
গাছের সমস্ত আম।

পৃথিবী ঢালাই করে তারা
ঠেকাতে চাইল ভূমিকম্প;
তবু সে হঠাৎ এসে
দুমড়ে মুচড়ে দিয়ে গেল
তাদের সাজানো সভ্যতাকে।

তারা আজ বলেÑ হায়,
আমাদের পৃথিবীটা
কারা যে চালায়!

 


আরো সংবাদ



premium cement