২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ব ই আ লো চ না

-

‘স্মৃতিকথা’ ইতিহাস, সাহিত্য ও গবেষণা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গৃহীত হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকে। পর্যালোচনার জন্য গৃহীত বক্ষ্যমাণ গ্রন্থটি এমনি একটি রাজনৈতিক আত্মজীবনী। আলোচ্য গ্রন্থটি কিছু কিছু মূল্যবান ব্যক্তিগত স্মৃতিকথা মিশ্রিত উল্লিখিত কালের ইতিহাস। লেখক নিজেই বাম আন্দোলনে সম্পৃক্ত থেকে যেসব গুরুত্বপূর্ণ কাহিনী গড়ে উঠতে দেখেছেন সেগুলো মূল ইতিহাসের পর্যালোচনায় যুক্ত করেছেন। গ্রন্থটির লেখক মাহবুব উল্লাহ্। বর্ণাঢ্য তার পরিচয়। তিনি রাজনীতিক, শিক্ষক ও লেখক। যারা পাহাড় কেটে কেটে এই জাতির জীবন ইতিহাস নির্মাণ করেছেন, তিনি তাদের একজন। ১৯৬৯ এর গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা তিনি। ১৯৭০ এর ২২ ফেব্রুয়ারি ঐতিহাসিক পল্টন ময়দানে ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা’ এর কর্মসূচি উত্থাপনের কারণে তিনি ইয়াহইয়ার সামরিক আদালতে দণ্ডিত হন। দীর্ঘ ২২ মাস কারারুদ্ধ থাকার পর পাকিস্তান সামারিক বাহিনী আত্মসমর্পণের পরদিন ১৭ ডিসেম্বর ১৯৭১ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন। স্কুলজীবনেই তার রাজনীতিতে হাতেখড়ি। ১৯৬৭ সালে পূর্বপাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। এ ধরনের কেন্দ্রীয় রাজনীতি থেকে শিক্ষকতায় প্রত্যাবর্তন একটি বিরল ঘটনা। শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ছাত্র, অর্থনীতিতে পিএইচডি মাহবুব উল্লাহ্ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বোস্টন বিশ^বিদ্যালয় ও জওয়াহেরলাল নেহরু বিশ^বিদ্যালয়ে। ১৯৭৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন। ২০০৭ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ে ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিভাগে যোগদান করেন। ২০১৪ সালে তিনি ওই বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান হিসেবে অবসর গ্রহণ করেন।
উপস্থাপিত গ্রন্থটি ৪৫টি পরিচ্ছদে বিভক্ত। তাত্ত্বিক ও বাস্তব অভিজ্ঞতায় তা শাণিত। প্রাক-কথনটি বাদ দিলে মূলত গ্রন্থনার শুরু দ্বিতীয় পরিচ্ছদ থেকে। সেখানে তিনি ‘বাম ও ডান ধারা’র ব্যাখ্যা প্রদান করেছেন। তৃতীয় পরিচ্ছদে এসেছে ‘সমকালীন বিশ্ব পুঁজিবাদ’ প্রসঙ্গ। ধ্রুপদী মার্কসবাদের তিনটি প্রশ্নে উত্তর খুঁজেছেন চতুর্থ অধ্যায়ে। পঞ্চম অধ্যায় দিয়েছেন ভারত ও চীনে কমিউনিজম বিস্তারের পটভূমি। বিপ্লবী সংগ্রাম জোট গঠনের ইতিবৃত্ত বর্ণনা করেছেন ষষ্ঠ অধ্যায়ে। ভারতের কমিউনিস্ট পার্টির ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ইতিহাস জানা যাবে ৭ অধ্যায়ে। এরপর ৮ থেকে ১২ পরিচ্ছদ পর্যন্ত ব্রিটিশ আমলে কমিউনিস্ট পার্টির ইতিহাস তুলে ধরা হয়েছে। ১৩ পরিচ্ছদ থেকে ৩০ পরিচ্ছদ পর্যন্ত পাকিস্তানের সময়কালে কমিউনিস্ট পার্টির অর্জনগুলো বর্ণনা করা হয়েছে। ৩১ থেকে ৪২ পর্যন্ত পরিচ্ছদগুলো থেকে জানা যাবে কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ বিরোধ ও দ্বন্দ্বগুলো। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে লেখকের ভূমিকা সম্পর্কে আলোকপাত করা হয়েছে ৪১ পরিচ্ছদে। গ্রন্থের উপসংহার এসেছে ৪৫ পরিচ্ছদে। ৪৬ থেকে ৫৬ মূলত পরিশিষ্ট। এগুলো কমিউনিস্ট পার্টির আন্দোলন সংগ্রামের মূল্যবান দলিল। গ্রন্থের উপসংহার এসেছে ‘শেষের কথা’ শিরোনামে।
ডান ও বামÑ উভয় ধারার জন্য গ্রন্থটি গুরুত্বপূর্ণ। বাম ধারার লোকেরা পাবেন আত্মসমালোচনার খোরাক। ডান ধারার বিজ্ঞজনেরা শিখবেন তাদের ত্রুটি থেকে। বামপন্থী রাজনীতির সাথে লেখকের একান্ত সম্পৃক্ততার কারণে তার স্মৃতি কণিকার পাশাপাশি পূর্ববাংলার বাম ও কমিউনিস্ট আন্দোলনের একটি জীবন্ত ইতিহাস হিসেবে বিবেচিত হবে গ্রন্থটি। লেখক প্রতিটি অধ্যায়ের শেষে নিজস্ব মূল্যায়ন লিপিবদ্ধ করেছেন। তাই প্রমাণ্য ইতিহাসের পাশাপাশি গ্রন্থটি বাম ধারার রাজনীতি সম্পর্কে একটি পরিপক্ব ও পরিপূর্ণ বিশ্লেষণও বটে। আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস হিসেবেও এর সংরক্ষণ ও মূল্যায়ন গুরুত্বপূর্ণ বিবেচিত হবে। যারা এ দেশের রাজনীতিকে যথার্থ পথে পরিচালিত করতে চান তাদের জন্য এটি শিক্ষণীয় বিবেচিত হবে। গ্রন্থটি সুখপাঠ্য। সাধারণ পাঠক আলোকিত হবেন আমাদের সময়ের একজন শীর্ষ বুদ্ধিজীবী প্রফেসর ড. মাহবুব উল্লাহ এই মূল্যবান গ্রন্থনা থেকে। হ


আরো সংবাদ



premium cement
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুরের ইন্তেকাল থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী

সকল