২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

শরৎ

-

স্বচ্ছ কাচের চাদোয়া শরতের সুনীল আকাশ
শিশিরের স্নিগ্ধ ঠোঁটে শরৎ নামে রূপসী বাংলায়,
ইন্দ্রিয়ে আলতো ছোঁয়া স্নোতে মাখা হিমেল বাতাস
ঋতুরঙ্গ শুভ্র মেঘ পাখা মেলে চিলের ডানায়;

অনুপম রূপরাশি অন্তহীন সৌন্দর্য বর্ধন
মেঘনার বালুচরে সফেদ কাতানে কাশফুল,
জলরঙে প্রকৃতিতে ভাদ্রের নিখুঁত আলিম্পন
হিজলের ন্যুজ ডালে মাছরাঙা শিকারে মশগুল ;

ফোটা ফুলে গন্ধে ভরা রৌদ্র-বসন অমরাবতী
স্ফটিক প্রভাতে ঝরে শিশিরস্নাত পুষ্প শিউলি,
কুমারিকা সরোবরে শালুক ভরা নক্ষত্র জ্যোতি
রোদে ধোয়া ধরিত্রীতে ফুটেছে শারদীয় শেফালি ;

রজত জ্যোৎস্নায় বহে দুধে পূর্ণ উতল লহরী
চাঁদের কিরণ বেয়ে নেমেছে বোহেমিয়ান পরী।


আরো সংবাদ



premium cement