২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মুক্তি স্বপ্ন

-

আমার তাপিত মন... পাহাড়ের সবুজ শাখায়
দুঃসহ দুঃখকে ভেঙে নিতে চায় অনন্ত আশ্রয়,
পাখির পাখায় চড়ে আগামীর আগত সময়
স্বাচ্ছন্দে কাটাতে চায় স্বপ্নসুখ মুক্তির আশায়।

কঠিন আগুন শোকে এ-দিনের বিষাক্ত বাতাসে
অসহ্য জীবন আজ, জীর্ণ প্রথা দুঃখের দুয়ারে;
এবার আসুক মুক্তি বর্ষাস্নাত তুমুল আষাঢ়ে,
স্বস্তিতে সম্পূর্ণ হোক এ-জীবন অনন্ত আশ্বাসে।

অনন্ত বিষাদ শেষে তাই জাগে দু’চোখে আমার
সবুজ স্বপ্নের মতো ভেসে যাক আমার জীবন,
আসুক জীবনে ফিরে স্বপ্নমাখা সমস্ত স্পন্দন
তাপের সমস্ত বৃত্ত ভেঙে হোক সবুজ সংসার।

সব তাপ দূরে যাক, শান্তিতে সম্পূর্ণ হোক মন;
দেখে যাব দুই চোখে সবুজ পৃথিবী বারবার।

 


আরো সংবাদ



premium cement