২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

ছায়ার সমান দীর্ঘ নয় কেউ

-


একটি ছায়া দীর্ঘ হতে হতে মানচিত্র পেরোয়
একটি ছায়ার দেহে সব দুঃখ, দৈন্য এবং দীর্ঘশ্বাস এঁকে
মাথা তুলে দাঁড়ায় একটি জাতি; নির্ভয়ে।

ছায়ার সমান দীর্ঘ নয় কেউÑ
ছায়া মানেই আস্থা ও বিশ্বাস।
একটি মানব-বৃক্ষ বড় হতে হতে
পর্বত, আকাশ ডিঙ্গায়; একজন মানুষÑ
ছায়া তার মানচিত্র; ভূগোল।

ছায়ার নিচে নির্ভার সকাল দুপুর এবং রাত
ছায়াÑ সবার শেষ আশ্রয়।


আরো সংবাদ



premium cement