২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তর্জনী

-

হাতের পাঁচটা আঙুল আগের মতোই আছে
খেলছে হাতের তালু মুঠোয় ভরছে কোষাগার
পকেটে পুরে রাস্তায় বাবুগিরি ষোলোআনা
বুকের ভেতর আছে পাহাড় সমান অহঙ্কার

হাতুড়ি পেটানো হাত সবল শক্তি সাহস
সটান পিঠে দাঁড়ানো স্বপ্নবাজ সভ্য সাঁতারু
কৃষ্ণসাগরের বুকে প্রতিদ্বন্দ্বী তীব্র স্রোতে
ভেসে বেড়ানো তরুণ ডুবতে ডুবতে মরে যায়

একটা নিজস্ব স্বপন নিয়ে আমরা হাত চালাই
বাঁচার সুতীব্র ইচ্ছে স্বপ্নের মেনুতে তাই
আকাশচুম্বী অট্টালিকা সর্বাগ্রে রাখা সমীচীন
অর্থের কারণে পোষে প্রদীপ্ত হাতের ব্যায়াম

সব হাত আসলেই হাত হয় না কখনো
সব আঙুল আসলে পারে না রাখতে ট্রিগারে
সবার হাতেই আছে অনামিকা মধ্যমা তর্জনী
সবার তর্জনী তাই শেখ মুজিবের তর্জনী নয়

আমার একটা তর্জনী এই মুহূর্তে দরকার
সাত মার্চে উত্তলিত রেসকোর্সের সেই আঙুল
টানটান উত্তেজনায় বেপরোয়া সেই তর্জনী
এই মুহূর্তে আমাকে সেই সুন্দর তর্জনী দাও।

 


আরো সংবাদ



premium cement