২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বন্যাকবলিত-কৃষকের গান

-


একমুঠো মাটি হবে?
চাষ করব এক টুকরো স্বপ্ন-সুখের।

কেবল এটুকু মাটি হলেই চলবে আমার,
ঊষর হলেও তেমন কোনো সমস্যা নেই
এমনকি দুঃখও নেই বন্ধুর অমসৃণতায়,
কষ্টের লাঙলে চাষ করে অমার্জিত ভূমি
অনেক দেরিতে হলেও ঘরে তুলতে চাই
স্ফটিক ফসলের হিরন্ময় হাসি।

অনেক সযতেœ যে-ফসল করেছি লালন,
জলের আক্রোশে ভেসে গেল সুখ তার
হাসেনি ফসল এবার নিকানো উঠোনে,
উঠেছে শস্যের ঋণ ও কষ্টের হাহাকার।

এখন মাথার ওপর ওড়ে ঋণের পতাকা
বুকের মধ্যে জমে অনিঃশেষ আর্তনাদ।

এক-একটি দিন চলে যায় মৌসুম ফুরায়,
হা-মুখো জলের আক্রোশে চর থই থই
নিরন্ন লোকালয়ে কাঁদে বুভুক্ষু মানুষ
কৃষকের কপালে হাত স্বপ্নহীন দুঃসময়।


আরো সংবাদ



premium cement