১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বাদল ঝরা দিনে

-

বহুদিন পর
কথা হলো পরস্পর
বৃষ্টিমুখর বিকেল,
ঝম ঝম বাদল ধারা
খুশিতে আত্মহারা
মনে হলো স্বপ্নপারা
পুরোটাই নিকেল!

কী এমন ক্ষতি হতো
আরো যদি কথা হতো
স্বপ্ন কুঁচি ছড়িয়ে দিলে
অসীম অচিনে,
এমনি বাদল ঝরা দিনে!

না হয় ভরাট রেনুছড়া
দু’কূল ছাপিয়ে যেত
বৃষ্টিরা হেসে দিত গড়া!
বলো, আরো যদি কথা হতো
কী এমন ক্ষতি হতো
সকল বন্ধন হীনে,
এমনি বাদল ঝরা দিনে!

কড়ুই গাছের ডালে
হাওয়া নাচে তালে তালে
পাতার মাঝে জোড় বাঁধা
কইতর কইতরি,
এই বুঝি নেমে এলো
চুলগুলো এলোমেলো
মেঘের ওপর থেকে
আচানক পরী!

জানালার ধারে
খুঁজে ফিরি তারে
চেয়ে দেখি পরী নয়
জাগে বড়ো বিস্ময়
ভেজা চুলে পুষ্পকলি
সামনে দাঁড়িয়ে আছে
মাথার ওপরে তুলি
সাদা ওড়না ফিনফিনে,
এমনই বাদল ঝরা দিনে!

আহা আজ ভালোবাসা
ভেজা ভেজা স্বপ্ন আশা
কদম কেয়া নিয়েছে চিনে
এমনই বাদল ঝরা দিনে!...


আরো সংবাদ



premium cement