২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মানুষের সব গেছে খোয়া

-

রক্ত দিয়ে রক্তবীজের নিধন
আনার হিসাব মিছে বাছাধন,
চার আনা, আট আনা আর ষোলোআনা
ওহে মানুষ! সব কিছুতে মৃত্যুর বাহানা।
একদিন রাত তোমাকে ঢেকেছিল
জ্যোৎস্নার মায়াবী আমন্ত্রণে
ভোরের নরম রোদ জানিয়েছিল অভ্যর্থনা
সযতনে,
মানুষের আয়ু এখন জলে ভাসেÑ
কিছু বুঝে না উঠতেই ডুবতে ডুবতে মানুষ হাসে
নদীর নেই এখন জনমানব প্রেম
মানুষের জীবন নিয়ে মৃত্যু খেলে ভিডিও গেম,
এখনো কি নড়েনি তোমার চমৎকার টনকÑ
নীড় ও শিশির, নগর ও বন্দর সব ভয়ানক।
চলে গেলে যাও তবে
মিছিমিছি কেন রবে?
পৃথিবী ধোঁয়া আর ভুয়া
মানুষের সব গেছে খোয়া।


আরো সংবাদ



premium cement