২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হৃদয়ে আল মাহমুদ

-

হৃদয় নিংড়িয়ে কবি সৃষ্টি তব সোনালী কাবিন
শস্যের শিল্পীরা আজো গড়ে তোলে খড়ের গম্বুজ,
এগারো জুলাই মাসে মোড়াইলে শুভ জন্মদিন
এত কারুকাজ ছন্দে কিভাবে হয় আমি অবুঝ;

হন্যে হয়ে খুঁজেছিলে হারানো সে সোনার নোলক
মাটির আঁচলে মোড়া ধান ক্ষেতে জলদ বাতাসে,
থোকেথোকে রচে গেলে হিরে আর জহরতে শ্লোক
আমার অভিনিবেশে ভেসে উঠ তটিনী তিতাসে;

ক্ষুরধার লেখনীতে কলম বানালে শমশের
একাত্তরে লড়ে ছিলে দেশমাতৃকার মহা টানে,
চিত্ত দহলিজে বসে রচ সোনালী কাবিন ফের
ভাল বাসি কোটি রাশ শব্দে নয় তণু মন প্রাণে;

জলপ্রিয় পানকৌড়ি কিংবা সবুজ শ্যামল ছায়া,
লেগে আছে আস্টেপৃষ্টে তব আদর জড়ানো মায়া।

 

 


আরো সংবাদ



premium cement