২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

তিতলীর হারমোনিয়াম

-


কতদিন হলো তিতলীর হারমোনিয়ামটা গান গায় না।
করোনা কালের ভেতর ওর শিক্ষক সেই যে দিল ডুব
তিতলীর সুরও পড়েছে পাথর চাপা।
ওর হারমোনিয়ামে ধুলো পড়ে - রিডগুলি সংকুচিত হয়
বেলোটা চোয়ালে ঘুমায়।
তিতলী গান গায় না আর ওদিকে ড্রয়িংরুমে
সুরের আলো নেই - রুমটা অন্ধকারে Ñ
এই করোনা কালের অভিশাপে।
হারমোনিয়ামের অসুখ করেনি - তিতলীও ভালো আছে
ওর শিক্ষকও ভালো আছে
বাসায়।
শুধু অসুস্থ হয়ে গেছে সময়
অসুস্থ হয়ে গেছে জীবন ছন্দ Ñ
তাল লয়।
সুরের পায়রাকে তাড়া করেছে করোনার বাজপাখী
ড্রয়িংরুমে উড়ছে না সুরের প্রজাপতি।


আরো সংবাদ



premium cement