২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ধূসর হয়ে আছে সান্ধ্য আকাশ

-


যেন এলিয়টের ভস্মভূমি
বসন্তকাল এসে মিশে গেছে পাথুরে প্রবালে
দূরে দূরে দাঁড়িয়ে আছে যেন মরু উট ।

সৈকতে সৈকতে আছড়ে পড়ছে জলের গজল
ক্লান্ত তিমিদের শ্লথ ফিন দেখায় না দৃশ্যের বিভা
সীগালেরা বসে আছে গায়ে গায়ে ডুমো মাছিদের মতো ।

রাত্রি ধুঁকছে চন্দ্রের আশায়
বালিতে পড়ে আছে কাঁকড়ার খোলস
কচ্ছপের ডিম ফেঁড়ে বেরিয়ে আসা বাচ্চারা হাঁচডে পাঁচড়ে
চলেছে জলের ঘ্রাণে

হাওয়া অথর্ব বৃদ্ধের মতো থিতু
পর্বতের পাদদেশ ছুঁয়ে ঘাসগুলো পাটকিলে
চঞ্চুতে কাক্সিক্ষত মাছ
উড়ে যাচ্ছে বাতাসের বিপরীতে ধীরে শিকারি ঈগল
ধূসর হয়ে আছে সান্ধ্য আকাশ ।

একটি ডলফিন উড়ছে ধনুকের মতো বেঁকে
মুখে তালাআঁটা মানুষেরা
নির্লিপ্ত উদাস চোখে দেখছে জল ও পর্বত ।

 


আরো সংবাদ



premium cement