২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সন্ধ্যাতারা রাতের জোনাকী

-

তোমার সৌন্দর্য দেখে বিমোহিত সন্ধ্যাতারা
বিস্মৃত রাতের জোনাকী
আহত পৃথিবী জুড়ে করোনার আনন্দ উৎসব
নিমজ্জিত অর্থনীতি শোকবই স্বাক্ষরিত চেনারূপ অচেনা সময়

মহাকাশ অবনত লতাগুল্ম শেখরের একাকীত্বকাল
আনন্দ আশ্রম দেখে তোমাদের যে সূর্য হয়েছে পুরাণ
তার আলো মনে হয় আমাদের নেই প্রয়োজন
এখন পৃথিবী জুড়ে শুদ্ধতার হোক বসবাস

চাঁদের ¯িœগ্ধতা মাখা এ সৌরভে আন্দোলিত তোমার উঠান
মেঘপুরে জলদের আগমনী গান
শুনে শুনে ক্লান্তহোক তাবৎ অন্ধকার
নতুন অলোর ভাঁজে চাষ হয় স্বপ্নচারা
চাষ হয় জারুল সোনালু আর দেবদারু মন

আমরাও শোকভুলে এইভাবে সম্মুখের পানে
বাড়িয়ে দিয়েছি পা অনন্তের ঠিক সাম্পানে ।

 


আরো সংবাদ



premium cement