২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মুখোশের আড়ালে

-

আজকাল নিজেকে মানুষ বলতেও লজ্জিত হই
কেমন যেন এক সংকোচ বোধে আড়ালে থাকি
ঘর থেকে বের হলে কুকুর-বিড়াল ভেংচি কাটে
কাক উড়ে এসে মাথায় মলত্যাগ করে ঘৃণায়।
চড়ুই ভীষণ তাচ্ছিল্য ভরে একে অপরকে বলে-
ছিঃ ছিঃ দেখ নির্লজ্জ ভাবে মানুষটা হেঁটে যায়!

প্রাণীকূলের টকশোতে হিংস্র হায়েনাও বলছে-
মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত
মনুষ্যত্ব ও হুঁশ, এই দুইয়ের সমন্বয়েই হয় মানুষ।
যদি মনুষ্যত্ব বিলুপ্ত হয়, তখন নিশ্চয় বলা যায়-
ওরা আসলে মানুষের মুখোশের আড়ালে জন্তু।

আমি সবকিছু শুনে মাথা নিচু করে ঘরে ফিরি
খুব লজ্জিত হয়ে মা-বাবার দিকে তাকিয়ে থাকি
স্ত্রী-সন্তান ও ভাই বোনের মুখ দেখে শংকিত হই।
যদি কখনো আমার দ্বারা ধ্বংস হয় জগত সংসার
অসম্ভব কিছু নয়, আমি তো জন্তু, মানুষ নই।


আরো সংবাদ



premium cement