১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ফররুখ আহমদের কবিতা : আজ সংগ্রাম

-


আজ সংগ্রাম নিজেকে চেনার
মানবতা নিয়ে বেচা ও কেনার
হাটের ভিড়ে,
সময় এসেছে সকল দেনার
সকল হিসাব মেটাতে ফিরে।
ঋণ শুধবার দিনÑ
আজ সংগ্রাম নিজের সঙ্গে
নিজেকে চেনার দিন।

ক্লেদ ক্ষুব্ধ এ জনতার মুখে উঠিছে মৃত্যু ফেনা,
মাথার উপর উড়িতেছে দাঁড়কাক,
মৃত্যুর তীরে ভেঙে পড়ে তার বিদায়ে শেষ ডাক,
এল বন্ধুর উপলভূমিতে উদগ্র বৈশাখ।

দেখ জনতার বিশাল অঙ্গ রুগ্ন নিসাড় ছবি,
ডুবে যায় তার মধ্য দিনের রবি,
দেখ অবেলায় ম্লান তার বনভূমি।
নিজেরে বেচিয়া দাঁড়ালো যে বৃথা পিশাচের পায়ে চুমি।

এই জনতার বিপুল অঙ্গে সাড়া দিতে চায় প্রাণ,
আবার সে দিতে চায় নার্গিস লালা পাপড়ির ঘ্রাণ,
মৃত্যুর কবলে ক্ষীণতম তবু দোলে আজও তার বুক
এখনো নতুন দিগন্ত পানে আঁখি তার উৎসুক;
নতুন দিনের আগ্রহ তার শিরায় স্পন্দমান।

আজ জাগবারÑ আজ জাগবার দিন,
মৃত্যু যেখানে তুলিয়াছে সংগীন
নিজেকে সেখানে সবল করিয়া দিতে হবে শেষ দান।
নিজের সঙ্গে নব পরিচয়ে তরু হল বলীয়ান
সী-বিহঙ্গ শাখায় ধরেছে নতুন তান,
জাগে অন্তর্দ্বন্দ্ব বিজয়ী বিরাট বনস্পতি,
ঊর্ধ্ব আকাশে মাথা তোলবার পেল সে সজীব গতি;
ফলভারে তার শাখা হল রংগিন।
আজ সংগ্রাম নিজের সঙ্গে, নিজেকে চেনার দিন।

এই ঝঞ্ঝায় সংগ্রাম মাঝে
দাঁড়াবে বিজয়ী বনস্পতি।
আজ মাতালের ভাবাবেগে নয়,
দুর্গমে আজ অটল গতি;
আজ অন্ধের ভাবাবেগে নয়
তোলপাড় করা সাগর বন,
আজ সূর্যের খর দৃষ্টিতে
করো দিগন্ত অন্বেষণ।
করো অচেতন প্রাচীন তনুতে
পুনর্গঠন নূতন মন
করো রাত্রির ঊষর মরুতে
মুক্ত ভোরের বীজ বপন।
... ...

ভুলে যাক তার পদঙ্খলন,
তুলে নিক তার স্খলিত পদ;
পথে পিশাচের কোটি প্রলোভনÑ
আর রাত্রির কালো বিপদ
পায়ে পায়ে পিষে বাধার পাহাড়
আজ চিত্তের সংগঠন;
ব্যক্তির মাঝেÑ মুক্ত জনতা,
খুুঁজুক প্রাণের উজ্জীবন।
মানবতার যে সূর্যÑ দূরের
তিমির অতলে কাটার কাল,
আত্মজয়ের মুক্তিতে ফের
জাগে তার দিকচক্রবাল
তাই সংগ্রাম নিজের সঙ্গে নিজেকে চেনার সময় আজ
মাটিরে আকাশে, মনের আকাশে শোন এক সাথে
গর্জে বাজ।।
Ñ সংক্ষেপিত


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল