১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

রঙিন কোন ভোরে

-

বাতাসের সাথে বনিবনা না হওয়ায়
বিষণœ গোলাপগাছটি
নুয়ে পড়েছে একদিকে,
একাকী চিলের উড়ে যাওয়া দেখতে দেখতে
দুপুরের রৌদ্রমাখা মাঠ শুয়ে গেল,
সামনেই সোনালি ধানক্ষেতের হাতছানি;
কাকতাড়–য়ার দাপটে তটস্থ পাখিকুল
এদিক ওদিক ছুটে বেড়ায়,
বাতাসের খামখেয়ালিপনায়
বুকের কপাট খুলে প্রসারিত হলো আকাশ,
পৃথিবীর কাছে লেখা শেষ চিরকুট লিখে
বসে থাকি আঁচলে অভিমান বেঁধে,
হয়ত আবার মুখোমুখি হবো
সেই কফির ধোঁয়া ওঠা সুদিনের সাথে
ভ্যানগগের ছবির মতো
রঙিন কোনো ভোরে।


আরো সংবাদ



premium cement