২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

উর্বশী তুমি চলে এসো

-

অসীম আকাশের নিচে অন্তহীন পথচলা
জীবনটা যেন এক যাযাবর বেদুঈন
তবুও আমি তোমাকে খুঁজে বেড়াই উর্বশী,
চোখ বন্ধ হয়ে আসে তোমার কল্পনায়
আমি হেঁটে চলি তোমার পিছে, যা কিছু আছে
তার হিসাব রাখিনি জীবনের খাতায়
শুধু ভেবেছি তুমিই আছ জীবন পথের সীমানায়।

আমি পথ হেঁটেছি, দেখেছি পথের ধারে
শিউলি ফুল কিংবা ফণীমনসাÑ
কখনো বা পথ আগলে থাকত
ফণা তোলে কোনো ভয়ঙ্কর কেউটে,
আমি থেমে যাইনি, তোমাকে খুঁজে নেবার পথ থেকে
নিদ্রা গ্রাস করেছে সময় কিন্তু
তোমার স্বপ্ন, তোমাকে পাওয়ার কল্পনা
হারাতে পারিনি কোনো অন্ধকার অজানায়।

আমি হাত মেলে আস্বাদন করেছি সুখ
প্রত্যক্ষ করেছি ক্লিওপেট্্রার সৌন্দর্য
কখনো বা পেয়েছি আফ্রোদিতির ভালোবাসা,
আমার ক্লান্ত, শ্রান্ত অবসন্ন শরীর
তোমাকে খুঁজে ফেরে জীবনের গতিপথে
তুমি আস উর্বশী আমার জীবন আঙিনায়।

 


আরো সংবাদ



premium cement