১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ধেয়ে আসে দুর্ভিক্ষ

-


বন্দরে আসে না মালভরা জাহাজ, শূন্য পন্টুন
ফসল তোলার লোক নেই মাঠে ঝরে পাকা ধান
মহাসড়কে আরামে শুয়ে থাকে কুকুর বিড়াল
চুলা জ্বলে না সরাইখানায় বন্ধ দোকানপাট

তিরোহিত সব কর্মোদ্যম রুগ্ন কলকারখানা
মুখোশের আড়ালেও ঢাকা পড়ে না ভয় আশঙ্কা
ক্ষুধার্ত উদর বোঝে না স্বল্প দূরত্বের মহিমা
শহরে নগরে নিরন্ন মানুষের ভিড়, জটলা

ত্রাণের তেলে চকচকে নীতিহীন নেতার গদি
পালঙ্কের নিচে গড়ে ওঠে চালডালের মজুদ
পৃথিবীর করুণ অবস্থা দেখে চাঁদও বিষণœœ
লজ্জায় রক্তিম পশ্চিম দিগন্তে আলোর গোলক

সাইরেন বাজিয়ে লাশবাহী গাড়ির ছোটাছুটি
দ্রুত ধেয়ে আসছে কি কঠিন দুর্ভিক্ষ, মন্বন্তর?


আরো সংবাদ



premium cement