২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নিষিদ্ধ গন্দম ছুঁয়ে

-


নিরাপদ দূরত্ব ভেবে আমরা মানুষ
গন্তব্যহীন পরস্পর ভুলে গিয়ে
পৃথিবীর আবাহন খুলে বিবিধ
মৃত্যুর মিছিলে অপেক্ষমাণ
ব্যথাতুর এ নিঃসঙ্গ যাপনে
আয়ুর স্পন্দনে মুছে যাচ্ছে আলোর সঙ্কেত।

মানুষ আজ বড় অসহায়
করোনা শাসিত পৃথিবী নবায়ন হচ্ছে
আদমের নিষিদ্ধ গন্দম ছুঁয়ে...
আবার নিশ্চিত প্রস্থান হচ্ছি কৃষ্ণপক্ষ রাতে
আহা! এ আকালের কাল অন্তিম যাত্রায়
পৃথিবীর জঠর ছিঁড়ে মানবজাতি
অচেনা মৃত্যুর উপত্যকায় নীরব প্রস্থান

দূরত্ব সীমারেখায় মানুষ পুষ্পোদ্যান ছেড়ে
প্রশমনের চিরসত্য অন্তিম যাত্রায়
মৃত্যুর প্রহর গুনছে।

 


আরো সংবাদ



premium cement