২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মায়াবী দরজা

-

বুকের ভেতর জাগছে যেন প্রলয় বিষাদ মাখা
কোন লগনে তোমার চুলে গাঁথব রক্তজবা
ধূলি পরা সেই স্মৃতির পর্দা যখনই উঠবে দুলে
ভেবে নিও তবে আমার আঙুল তোমার অশ্র“ ছোঁবে।

এই বুনো ভাবনার ত্রাসে উড়ে যাবে জানি
দক্ষিণ আকাশের মেঘ
মেঘগুলো যেন শেয়ালের পাল
কামড়িয়ে যায় গহিন নিশির আগল

এই বিষাদের কালে বৃষ্টিভেজা রাত
তোমায় দেবে না ভুলতে
আর কোনো দিন বলব না সেইÑ
মায়াবী দরজা খুলতে।

 


আরো সংবাদ



premium cement