২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বোধ

-

বোধের ভেতর শেকড় জন্ম নেয়
মাটির শেকড়, মায়ের শেকড়
ভালোবাসার শেকড়।
বোধের ভেতর ঝলসে ওঠে
কিছু কষ্টের অবশিষ্ট।
বরফ শীতল কঠিনি চার পাশে
বুনে রেখেছি। আঙুলের শব্দরা
চৈতন্যে খেলা করে।
রোদের কোলাজ চাঙ্গা করে মনন
গোধূলি শেষে সন্ধ্যায় ঝিমায় বোধ
আফিমের বুঁদ বৃদ্ধের মতো
রাত্রি পাহারায় জাগে চাঁদ
পৃথিবী ঘুমায়, মানুষও ঘুমায়
বোধ জেগে থাকে বোধের ভেতর।


আরো সংবাদ



premium cement