২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

স্বপ্ন চুরি হয়ে গেছে

-

স্বপ্ন চুরি হয়ে গেছে অদৃশ্য কোনো ভুলে
স্বপ্নগুলো ছিল আমার নরম ও তুলতুলে।
স্বপ্ন বেচি স্বপ্ন কিনি স্বপ্নের এই মাজারে
আমার যত ভাঙা-গড়া সব ঘুমেরই বাজারে।

স্বপ্নে আমি রাজা-প্রজা, স্বপ্ন সব এর মূল
স্বপ্নে বাগান গড়ি ফোটাই যত ফুল
স্বপ্নের সাথে অভিমান আর স্বপ্নেই সাজাই বাসর
এই পৃথিবীর সবকিছু যে মিছের-ই আসর।

আমার ইচ্ছেগুলো পথের ধুলো বাতাসে উড়াউড়ি
নাটাই ছাড়া এই শহরে উড়াই যত ঘুড়ি।
চোখ মেলিলে বুঝতে পারি আমার সব হয়েছে ভুলে...
স্বপ্নগুলো তবু আমার নরম ও তুলতুলে।


আরো সংবাদ



premium cement