১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

চেনা গলির অচেনা পথ

-

দীর্ঘ জীবন কেটে গেছে তীব্র খাঁ খা রোদে
মনটা তবুও যায়নি পুড়ে খরাস্নাত ক্রোধে
ভাঙা মন আর রাঙ্গা হয় না জং ধরেছে বোধে
বোধের গায়ে ঘুণ ধরেছে জাগেও না শোধে।

বাহারি ফুল চমক লাগা মন কাড়ে না আর
হাসিগুলো উপহাসে ফটকাবাজি কারবার
মুখে মধু অন্তরে বিষ চেনার উপায় কই
ছল-চাতুরী ছেনালবাজি চমকানো হৈ চৈ।

হেসে-খেলে চঞ্চলতায় যেই জীবনের শুরু
আচমকা সব যাচ্ছে ভেসে মনটা দুরুদুরু
দিন বদলে দুঃখ-গাথা হচ্ছে কেবল পুরু
ব্যথার চাদর মারছে চাটি কুরুক্ষেত্র শুরু।

কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি পাই না কোনো দিক
আপন রূপে হিংস্র দানব ভেংচায় চতুর্দিক
লবণ-পেঁয়াজ দেয় ধাঁধিয়ে দিবো কাকে ধিক
থেঁতলানো মুখ বাড়িয়ে বলি হওনা মানবিক।

মানবিক হয় ছায়া-তরু মানবিক হয় জল
মানব হয় না খুব মানবিক বাঁধায় কোলাহল
সবুজ হৃদয় নীল হয়ে যায় বিষ মাখানো ফল
শকুন থাবায় কাঁপে এখন নিলাম্বরী ভূতল।


আরো সংবাদ



premium cement