১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ঘৃণা ও ভালোবাসা

-

তুমি ঘৃণার কথা বলতে বলতে ভালোবাসার কথা বলো
জানি ঘৃণা করাটা তোমার ধাতে সয় না
তবু মাঝে মাঝে ঘৃণা অপরিহার্য হয়ে ওঠে
নৃশংস ও পৈশাচিক মানুষগুলোর প্রতি ঘৃণাই জানাতে হয়
যারা খুনি, অগ্ন্যোৎসবে মাতাল, পরমতসহিষ্ণুতাহীন
তাদের প্রতি তোমার ঘৃণা বলকে উঠুক

যারা এইসব নৃশংসতাকে ঢেকে দিতে চায়
ড্রাকুলা ধরনের মানুষের পক্ষে ধানাই-পানাই গায়
তুমি না চাইলেও তোমার ঘৃণা প্রবাহিত হোক তাদের দিকে

যারা হত্যাকে আড়াল করে , মানবতাকে আড়াল করে
মানবতার কথা বলে , তোমার ঘৃণা বর্ষিত হোক তাদের প্রতি
হিপোক্রেসিকে যারা ধর্ম মনে করে
তোমার ঘৃণা তাদের প্রতিও বয়ে যাক

আর যারা শত প্রতিকূলতার মধ্যেও মানবিকতার সুর তোলে
তোমার ভালোবাসা কেবল তাদের প্রতিই বর্ষিত হোক অবিরাম ।

 


আরো সংবাদ



premium cement