২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

শুধু চাই লিখেছি যা

-

প্রিয়জনের মৃত্যুর শোক উথলে উঠলে বুকে
সমুদ্রের উত্তাল ঢেউও তার কাছে হার মানে,
হোক সে-মৃত্যু দুর্ঘটনায়, ভুগে কঠিন অসুখে,
অশ্রুর প্লাবন নামে দেখে লাশ অন্তিম শয়ানে।
যতই অমোঘ হোক মৃত্যু, কে চায় সাক্ষাৎ তার?
যখন দাঁড়াই এসে কবর বা শ্মশানের কাছে
বুকে যেন চেপে বসে তীব্র নীল বেদনার ভার,
চারিদিকে দেখি মহোল্লাসে কুটিল প্রেতেরা নাচে।

কোনো কোনো মৃত্যু তবু হয়ে থাকে স্মৃতির স্মারক
সুপ্রাচীন প্রতœসম্পদের মতো প্রোথিত হৃদয়ে,
কিছু মৃত্যু তাড়া করে ফেরে কাল থেকে কালান্তর,
তাই কীর্তি কিছু রেখে যেতে চাই কাব্যের ধারক,
কালজয়ী না হোক, যাক না জলের সোপানে ক্ষয়ে,
শুধু চাই লিখেছি যা কিছুকাল থাকুক ভাস্বর।

diyarbakirescort.com - ofisescort.com - diyarbakirescortsiesi.net


আরো সংবাদ



premium cement