২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আমি কার কে আমার

-


খেলেছে বসন্ত আজ পাল তোলা নায়ে
লাল-নীল-হলদেটে ফুলেদের গায়ে
কোকিলের কুহুতানে যায় ভেঙে কায়া
এলোমেলো দোলে বায়ু খুঁজি বট ছায়া।

ধূলি খেলা শেষ রেখা ডাকে অবেলায়
এলো চুলে আছি চেয়ে মিছে আলেয়ায়
যদি ওগো পড়ে মনে নাগো মেলে সাড়া
বুঝে নিও নিয়তিও বদলেছে ধারা।

আমি হীনা তুমি আজ কত সুখে হায়
আমি কার কে আমার কাঁদি নিরালায়।


আরো সংবাদ



premium cement