২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বঙ্গবন্ধুর শতবর্ষের গান

-

বহুজনমের সাধনার শেষে,
টুঙ্গীপাড়ার পুণ্যভূমিতে
জন্ম নিয়েছো তুমি,
এই বাংলাকে ভালোবেসে।

তোমার জন্ম হয়েছিল বলে
গাছে গাছে ফুটেছিল ফুল,
কৃষ্ণচূড়া -শিউলি-বকুল
ফুটেছিল থোকা থোকা

তোমার কপালে জন্মভূমির
মাটির চিহ্ন এঁকে
তোমার জনক, তোমার জননী
তোমার নাম রেখেছিল খোকা।

টুঙ্গীপাড়ার সুনীল আকাশে
যে স্বপ্ন ঘুড়ি উড়তো
কে জানতো, সে-ই একদিন
সূর্যখচিত সবুজ পতাকা
উড়াবে বাংলাদেশে?

হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান
তুমি সবারে বেসেছো ভালো
তুমি যেখানে দেখেছো আঁধার
সেখানেই জ্বেলেছো আলো।

তুমি মাতৃভূমির মুক্তির লাগি
জীবন করেছ দান
তাই এ-দেশের মাটি ও মানুষ
গাহিছে তোমার জয়গান।

তুমি জয় বাংলা, শেখ মুজিব,
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিব-
তুমি জাতির পিতা শেখ মুজিব।

 


আরো সংবাদ



premium cement