২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আলোয় ভাস্বর

-

বাংলার জল, বায়ু, রোদ, আলোয় মুদ্রিত
বঙ্গবন্ধুর চোখ
চির সবুজের দেশ বাংলাদেশকে কিভাবে দেখেছেন বঙ্গবন্ধু,
বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে নিজের স্বাক্ষর রেখে
বাংলার কোটি জনতার হৃদয়ের মণিকোঠায়
আপন মহিমায় ভাস্বর তিনি।
এ দেশের প্রকৃতি ও নিসর্গ জ্ঞানে,
সাগর-নদী-
পাগহাড়-ঝরনা জানে
ফুল-পাখি, বৃক্ষ, তৃণ-লতা, ঘাস, গুল্ম
সবাই জানেÑ
জাতীয় মুক্তির সংগ্রামী প্রত্যয়ে কিভাবে দগ্ধ হয়েছেন বঙ্গবন্ধু।
বারুনীর কোটি সহচর জানে
কিভাবে জন্ম হলো একটি মহান সমুদ্রের,
বঙ্গোপসাগর জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের কাছে নিজেকে তুচ্ছ জ্ঞান করে,
হিমালয় জানে বঙ্গবন্ধুর বিশালতার কাছে সে অসহায়।
বঙ্গবন্ধু বাঙালির প্রাণের আকাশ
নিজেই সূর্য হয়ে আমাদের সকলের প্রাণে
সূর্যকে জ্বেলে দেন, জাগিয়ে রাখেনÑ
বাংলাদেশ নামক একটি জাতি-রাষ্ট্র নিজের দীপ্তিতে
আলোয়-আলোয় ভাস্বর রাখেন।

 


আরো সংবাদ



premium cement