২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মুজিব

-

বিপ্লব, বিদ্রোহসত্তা দেখালো যে-জীবন নিজের
দেশের মুক্তির জন্য, ছুটে গেল যে নিঃশঙ্ক প্রাণে;
দিয়ে গেলো বজ্র-বার্তা ঝড়ের মতন কোটি কানে,
মুহূর্তে জাগিয়ে দিলো ভীত প্রাণ, সব মানুষের,

মৃত্যুঞ্জয়ী সে-মুজিব জেগেছিল দেশের কল্যাণে,
সুরের কোকিলগুলো করেছিল মুখর মধুর,
রেসকোর্সের পথ শুনেছিল যে কূজনসুর;
সে-ভাষণ ঠাঁই পেলো উৎকণ্ঠিত প্রাণে সবখানে ।

কালজয়ী অগ্নিবাণী ... মুজিবের সে-তপ্ত ভাষণ
বিপ্লব স্পন্দিত বুকে, বিপ্লবের প্রত্যেক প্রান্তরে
অথবা শত্রুর সেই তপ্ত বুকে;---বেগার্ত বাতাসে ।

আজো শোনে সে-ভাষণ এ-দেশের সব জনগণ
বিপর্যস্ত প্রাণ যতো;---কণ্ঠরুদ্ধ হয়ে ঘরে ঘরে
যেমন মানুষ শুনে মুক্তির আহ্বান প্রাণোচ্ছ্বাসে ।

 


আরো সংবাদ



premium cement